করোনা মোকাবেলা  ঃ ৪২৫০ কোটি টাকা দিল এডিবি

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার অনুমোদন করল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চার হাজার ২৫০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার এডিবির বোর্ড সভায় এই ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এডিবির এই টাকায় বাংলাদেশের মোট দেড় কোটি দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষ উপকৃত হবে বলে জানিয়েছে ম্যানিলাভিত্তিক সংস্থাটি। গতকাল এডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটির ঋণে সারা দেশের অন্তত ২০ লাখ পরিবারকে মাসে ২৩ ডলার বা দুই হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া ১০ লাখ দরিদ্র পরিবার খাদ্য সহায়তার অংশ হিসেবে প্রতি মাসে ২০ কেজি করে চাল পাবে। করোনার প্রভাব যত দিন থাকবে এই সহায়তা অব্যাহত থাকবে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরাও এডিবির এই ঋণ থেকে সহযোগিতা পাবেন।

এডিবি জানিয়েছে, রপ্তানি শিল্পের সঙ্গে যেসব নারী শ্রমিক জড়িত, সেখান থেকে ১৫ লাখ শ্রমিকের বেতনের টাকা দেওয়া হবে এডিবির এই ঋণ থেকে। এ ছাড়া চিকিৎসক, নার্স, মেডিক্যাল কর্মীদের জন্য সরকার থেকে যে পুরস্কারের ঘোষণা করা হয়েছে, সেটিও এখান থেকে দেওয়া হবে। সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, চলমান মানবিক বিপর্যয়ে যাঁরা কর্মহীন হয়ে পড়েছেন, তাঁদের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেসব উদ্যোগ বাস্তবায়নে এডিবি বাংলাদেশের সরকারের সঙ্গে থাকবে। সামাজিক ও আর্থিক পুনরুদ্ধারে তারা সহযোগিতা করবে। এডিবি যে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে, সেটি আগে ঘোষিত ২০ বিলিয়ন ডলার প্যাকেজের অংশ। এই ২০ বিলিয়ন ডলারের প্যাকেজ গত ১৩ এপ্রিল ঘোষণা করা হয়েছিল। এর আগে গত ৩ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল এডিবি। করোনা মোকাবেলায় তাত্ক্ষণিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭টি মেডিক্যাল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া গত মার্চ মাসে সাড়ে তিন লাখ ডলার অনুদান দিয়েছে এডিবি।

 

সুত্রঃ কালের কণ্ঠ