করোনা ভাইরাসে আক্রান্ত রুশ প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তার অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

রাশিয়ার প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষায় পজিটিভ এমন দিনে এলো, যে দিন দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে।

বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, রাশিয়ায় এক দিনে সাত হাজার ৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট এক লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হলো।

করোনা আক্রান্তের খবর রাশিয়ার প্রধানমন্ত্রী নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। রাশিয়ান টিভি এই কনফারেন্স দেখিয়েছে।

এ সময় পুতিন প্রধানমন্ত্রীকে বলছিলেন, ‘আপনার সঙ্গে যা ঘটছে তা যে কারও সঙ্গে হতে পারে। আমি সবসময় এটি বলে আসছি।’

বর্তমানে নিজে থেকেই ঘরে আইসোলেশনে রয়েছেন ৫৪ বছর বয়সী রাশিয়ার প্রধানমন্ত্রী।

দেশটিতে করোনা ভাইরাসে এক হাজারের বেশি মারা গেছে।

 

সুত্রঃ ইত্তেফাক