করোনা পরীক্ষার ল্যাব হচ্ছে ময়মনসিংহে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

করোনা ভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব করা হচ্ছে। আইইডিসিআর-এর তত্ত্বাবধানে এই ল্যাব পরিচালিত হবে। আগামী দুয়েক দিনের মধ্যে ল্যাবের জন্য মেশিনপত্র ও কিট সরবরাহ করবে আইইডিসিআর।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জণ দেবনাথ এই তথ্য জানান। তিনি বলেছেন, পিসিআর ল্যাবের জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে প্রস্তত রাখা হয়েছে। আইইডিসিআর কর্তৃপক্ষ এসে নিজেরা মেশিনপত্র স্থাপন করার পাশাপাশি সেফটি কেবিন নির্মাণ করে দিয়ে যাবেন।

তিনি আরও জানান, করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার ল্যাব পরিচালনার জন্য ইতোমধ্যে চিকিৎসক ও  মেডিক্যাল টেকনোলজিস্টসহ সাপোর্টিং কর্মচারীদের প্রশিক্ষণ করানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, বিভাগীয় শহর ময়মনসিংহে করোনা ভাইরাস শনাক্তের জন্য পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে। এটি জনসাধারণের জন্য স্বস্তির খবর।

তিনি আরও জানান, জেলায় এখন পর্যন্ত বিদেশ ফেরত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।