করোনা: নিয়ম না মানায় রাজশাহীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হোম কোয়ারেন্টাইন অমান্য, জনসমাগম করা ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২০ মার্চ) রাজশাহী মহানগর ও ৯টি উপজেলায় অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন- রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম।

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে রাজশাহীর ৯টি উপজেলা ও মহানগরে অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে বাইরে ঘোরাফেরা করায় অভিযানে ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অবৈধ জনসমাগম করায় বাগমারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫টি কমিউনিটি সেন্টারে জনসমাগম বন্ধ করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স/অ