করোনা থেকে বাঁচতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস থেকে বাঁচতে সাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। রবিবার (২১ মার্চ) দুপুরে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ‘মাস্ক পড়ার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার ডি এম হাসিবুল বেনজির।

এসময় কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, নগরীর ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রজব আলী, যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান, ২ নং  ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, করোনা সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। অন্যদিকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে একেবারেই উদাসীন হয়ে গেছি । অনেকেই মাস্ক পড়ছি না। এতে আমরা যেমন নিজেরা করোনায় সংক্রসিক হওয়ায় ঝুঁকিতে পড়ছি পাশাপাশি পরিবারকেও ঝুঁকিতে ফেলছি । তাই নিজে, পরিবার কিংবা দেশের জনগণকে করোনার ভয়াবহতা থেকে বাঁচাতে সচেতনতার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি)  নির্দেশনায় রবিবার (২১ মার্চ) থেকে  করোনার বিরুদ্ধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিশেষ এই উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে। 

এএইচ/এস