সোমবার , ২৬ এপ্রিল ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা আক্রান্ত স্বামীর মুখে শ্বাস স্ত্রীর, তবুও পারলেন না বাঁচাতে!

Paris
এপ্রিল ২৬, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত স্বামীকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্ত্রী। পথে অক্সিজেন সংকটে স্বামীর নিঃশ্বাস ছোট হয়ে আসে। এটা দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সেই স্ত্রী। তাই স্বামীর মুখে ফুঁ দেওয়ার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু তিনি হয়তো জানেন না, তার মুখ থেকে অক্সিজেন যেতে পারে না, যাবে কার্বন ডাই অক্সাইড।

এমন হৃদয়বিদারক ঘটনার একটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের আগ্রার। করোনা আক্রান্ত স্বামীকে একটি অটোরিকশায় চাপিয়ে হাসপাতাল নেওয়ার পথে স্ত্রী এভাবে স্বামীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু পারেননি, স্বামী সাড়া দেননি। মারা গেছেন।

ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়ছে। হঠাৎ যেন বিশ্বরেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতেছে ভারত। গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে তিন লাখ রোগী শনাক্ত হয়েছিল সেখানে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় দিল্লিতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে হাসপাতালগুলোর চিত্র তাতে ফেরেনি। রাজধানীজুড়ে অক্সিজেনের সংকট চলছে। অক্সিজেনের চাপ কমে গিয়ে করোনা আক্রান্তদের মৃত্যু হচ্ছে প্রতিদিন। গত বৃহস্পতিবার স্যার গঙ্গারাম হাসপাতালে ২৫ জন রোগী মারা যান অক্সিজেনের চাপ কমার কারণে। পরদিন শুক্রবার একই ঘটনার পুনরাবৃত্তি হয় রোহিনীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে মারা যান ২০ জন। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না মর্মেও স্বজনদের কাছ থেকে লিখিত নিচ্ছে বেশ কয়েকটি হাসপাতাল।-আমাদের সময়

সর্বশেষ - আন্তর্জাতিক