করোনা আক্রান্ত বার্সেলোনার ফুটবলার

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার ফুটবলার মিরালেম পিয়ানিচ। গত জুনে জুভেন্টাস থেকে বার্সেলোনায় এসে ছিলেন এই মিডফিল্ডার।
বসনিয়ার এই মিডফিল্ডারের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, সম্প্রতি শারীরিকভাবে অসুস্থতা ফিল করায় পিয়ানিচকে করোনা টেস্ট করানো হয়। করোনা টেস্টে তার রিপোর্ট পজিটিভ এসেছে। আগামী ১৫ দিন তাকে সেলফ আইসোলেশনেই থাকতে হবে।

আগামী ১২ সেপ্টেম্বর ২০২০-২১ মৌসুমের লা লিগা শুরু হবে। তার আগে ৩১ আগস্ট বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের তত্ত্বাবধানে অনুশীলন শুরু হবে মেসিদের। ৭ সেপ্টেম্বরের আগে বসনিয়ার এই মিডফিল্ডারের পক্ষে অনুশীলনে যোগ দেয়া সম্ভব নয়।

বসনিয়ার এই মিডফিল্ডারের জন্য তুরিনের ক্লাবকে ৬০ মিলিয়ন ইউরো দিয়েছে বার্সেলোনা। অন্যদিকে ব্রাজিলিয়ান আর্থার মেলোকে ৭২ মিলিয়ন ইউরোয় জুভেন্টাসে দিয়েছে বার্সেলোনা।