করোনায় ৬ মাস বন্ধ থাকার পর উগান্ডা সীমান্ত খুলে দেয়ার ঘোষণা

উগান্ডার প্রেসিডেন্ট উবেরি মুসেভেনি কোভিড-১৯ মহামারী প্রতিরোধে দেশটির সীমানা সিল করার ছয় মাস পরে আবার খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন।

করোনা নেগেটিভ সনদধারী আন্তর্জাতিক দর্শনার্থীদেরকে উগান্ডা সীমান্তে প্রবেশ করতে দেয়া হবে।

মুসেভেনি রোববার বলেছেন, আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্থল সীমান্ত এখন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। তবে তাদেরকে উগান্ডায় আসার ৭২ ঘন্টা আগে পরীক্ষাকৃত নেগেটিভ ভাইরাস সনদপ্রাপ্ত হতে হবে এবং জনসাধারণের সঙ্গে তাদের যোগাযোগ সীমিত রাখতে হবে।

তিনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ব্যবসায়ী ভ্রমণকারীদেরও অবশ্যই একই শর্ত পূরণ করতে হবে।

বিদেশ থেকে ফিরে আসা উগান্ডার নাগরিকদের পরীক্ষার নেগেটিভ থাকলে কোয়ারেন্টিন ছাড়াই তাদেরকে বাড়িতে যেতে দেয়া হবে।

সোমবার উগান্ডায় ১৮১ জন নতুন কোভিড-১৯ সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। এতে করে দেশটির মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৬৮ জন।

গত মাসে দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক কোভিড আক্রান্তের মৃত্যুর রেকর্ড করা হয়।

 

সূত্রঃ যুগান্তর