করোনায় মৃত বাবার চিতায় মেয়ের ঝাঁপ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আঘাতে টালমাতাল গোটা ভারত। হাসপাতালগুলোতে অক্সিজেনের সংকটের কারণে মারা যাচ্ছেন অনেক করোনা রোগী। মৃতদের সৎকারে শ্মশানেও জায়গার সংকুলান হচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজস্থানে এক করোনা রোগীর সৎকারে করুণ দৃশ্য দেখা গেল।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বাবা। এই মৃত্যু মেনে নিতে পারেননি মেয়ে। তাই বাবার দাহকার্য হওয়ার সময় জ্বলন্ত চিতার ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রাণে বেঁচে গেলেও পুড়ে যায় তার শরীর।

মঙ্গলবার ভারতের রাজস্থানের বারমেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজস্থানের ৩৪ বছর বয়সী এক নারী বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়ে গুরুতর দগ্ধ হন। তার বাবা দমোদর দাশ শারদা কোভিডে আক্রান্ত হয়ে মারা যান।

সঙ্গে সঙ্গে চন্দ্রাকে চিতা থেকে টেনে বের করা হয়। এরপর তাকে যোধপুরের হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

কোতোয়ালি থানার অফিসার প্রেম প্রকাশ বলেন, মেয়েটি এভাবে ঝাঁপিয়ে পড়বে তা আগে বোঝা যায়নি। তবে সঙ্গে সঙ্গে তাকে বের করে নেয়ায় তিনি প্রাণে বেঁচে যান।