করোনায় প্রথমবারের মতো মৃত্যুবিহীন দিন কাটালো যুক্তরাজ্য

যুক্তরাজ্যে প্রথমবারের করোনা মহামারীতে কারো মৃত্যু না হওয়ার খবরে উচ্ছাস প্রকাশ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি মনে করেন, সংক্রমণ ও মৃত্যু কমায় টিকা প্রধান ভূমিকা রেখেছে। এক বছরেরও বেশি সময় পর এই প্রথম দেশটি করোনায় মৃত্যুবিহীন দিন কাটিয়েছে।

গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছে ৩ হাজারের বেশি। একদিনে শনাক্তের হার অনেক কমে এসেছে। কিন্তু ভারতে শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৭ই মার্চ দেশটিতে প্রথম করোনায় মৃত্যু হয়।  যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন