করোনায় আক্রান্ত ৭ জনের একজন স্বাস্থ্যকর্মী : ডব্লিউএইচও

মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত প্রতি ৭ জনের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার এই হিসাব জানিয়ে বলছে, এটা বৈশ্বিক গড় হলেও কিছু কিছু দেশে তো এই সংখ্যাটা প্রতি তিনজনের মধ্যে একজন। খবর আল-জাজিরার।

করোনাভাইরাস মহামারির মতো বৈশ্বিক এক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্মুখ যোদ্ধা স্বাস্থ্যকর্মী, তাদের বাবা-মা এবং পরিবারকে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করার জন্য দেশগুলোকে পুনরায় আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গ সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়েসুস বৃহস্পতিবার বলেন, ‘ডব্লিউএইচ’র হাতে আসা তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত যতজন মানুষ মহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে প্রায় ১৪ শতাংশই স্বাস্থ্য কর্মী। এ ছাড়া কিছু দেশে তো এই সংখ্যাটা ৩৫ শতাংশ পর্যন্ত।’

তবে নিজ জনগোষ্ঠী কিংবা কর্মস্থলে আরও অনেকে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে থাকতে পারেন জানিয়ে টেদ্রোস আধানম বলেন, ‘তথ্য পাওয়ার ক্ষেত্রে তো আমাদের কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। হয়তো এই সংখ্যাটা আরও বেশি হতে পারে। কেননা কর্মস্থল কিংবা নিজ জনগোষ্ঠীতে আক্রান্ত অনেকের তথ্য পাওয়াটা কঠিন।’

প্রসঙ্গত, সবশেষ হিসাব অনুযায়ী মহামারি করোনা এ পর্যন্ত তিন কোটিরও বেশি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়ে প্রায় সাড়ে ৯ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ডব্লিউএইচও’র দেয়া হিসাব অনুযায়ী, আক্রান্ত মোট তিন কোটিরও বেশি মানুষের মধ্যে প্রায় ৪৩ লাখের মতো স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।