করোনার কারণে আগেভাগেই অবসরে বাধ্য হচ্ছেন বয়োজ্যেষ্ঠ কর্মীরা

করোনাভাইরাস সবচেয়ে বেশি বিপদে ফেলেছে বয়োজ্যেষ্ঠ কর্মীদের। কভিড-১৯ মহামারীতে যেসব বয়স্ক কর্মী চাকরি হারিয়েছেন, ধীরে ধীরে পুনরুদ্ধার হওয়া অর্থনীতিতে তাদের আবারো স্বপদে বহাল হওয়া খুবই কঠিন, তাই বাধ্য হয়েই বহু আমেরিকান কর্মী আগেভাগে অবসর নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গত বসন্তে অন্তত ২ কোটি ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়ে, যদিও পরবর্তী কয়েক মাসের মধ্যে তার প্রায় অর্ধেক নিজেদের কাজ ফিরে পান। কিন্তু এখন অর্থনীতি ধীরে ধীরে স্বরূপে ফিরতে থাকলেও তার সঙ্গে সমান গতিতে শ্রমবাজার বাড়ছে না।

ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্যমতে, নভেম্বরে এসে যুক্তরাষ্ট্রের শ্রমশক্তির অংশগ্রহণ ৬১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। এটা গত ফেব্রুয়ারির চেয়ে ১ দশমিক ৯ শতাংশ কম, যখন মহামারী অর্থনীতিকে গ্রাস করা শুরু করেনি।

 

ব্রিগস জানান, অক্টোবরে অন্তত ৮ লাখ ৩০ হাজার ‘বাড়তি’ কর্মী অবসর নিয়েছেন, যা মহামারীপূর্ব ও বর্তমান শ্রমশক্তির প্রায় এক-চতুর্থাংশের মতো!

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন