করোনার উৎস খোঁজার আন্তর্জাতিক প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনাভাইরাস ঠিক কীভাবে, কোন জায়গা থেকে ছড়াল এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে চীন।

বিবিসি জানিয়েছে, তদন্তের এ দাবি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মনে করছে চীন।

যুক্তরাজ্যে চীনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বলেন, ‘এতে করোনার বিরুদ্ধে চীনের চলমান লড়াই বাধাগ্রস্ত হবে। ’

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

সেখানকার একটি মাংসের বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে দাবি চীনের। কিন্তু মার্কিন গবেষকেরা মনে করেন, ওই বাজারের পাশে চীনের গোপন একটি পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে। এই ভাইরাসটি পরীক্ষাগারে তৈরি বলেও অনুমান তাদের।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারীর জন্য চীনকে দায়ী করতে থাকেন। তিনি তদন্ত করতে চাওয়ার কথাও বলেন।

ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) চীনের বিরুদ্ধে ভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে। মার্কিন অঙ্গরাজ্য মিজৌরি ইতিমধ্যে চীন সরকারের বিরুদ্ধে মামলা করেছে।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে তিনি এই তদন্তের বিষয়টি তুলবেন।

চীনের সরকার বলছে, ‘আন্তর্জাতিক তদন্তের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আমরা এখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। আমরা আমাদের সব শক্তি এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োগ করেছি। এর মধ্যে তদন্তের দাবি শুধু মনোযোগই নয়, সম্পদেরও অপচয় ঘটাবে। ’

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ছুঁই ছুঁই!