করোনামুক্ত হলেন মনমোহন সিং

করোনাভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত ১৯ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। পরে তাকে দিল্লির এইমস হাসপাতালে নেওয়া হয়। মাত্র ১০ দিনের ব্যবধানে বৃহস্পতিবার মনমোহন করোনামুক্ত হন। তাকে হাসপাতাল থেকে ছাড়ে দেওয়া হয়েছে। এর আগে করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন তিনি।

দিন চারেক আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তারপর বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

গত ১৯ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পরে ওই দিনই দিল্লি এইমস হাসপাতালে ভর্তি হন মনমোহন সিং৷ তার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। কংগ্রেস নেতা-নেত্রীরাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মনমোহনের দ্রুত আরোগ্য লাভের কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন