করোনাভাইরাস: বাঘায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বাঘা প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ৩১ মার্চ পর্যন্ত উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। সেই মোতাবেক উপজেলার ১০টি কলেজ, ৪৩টি মাধ্যমিক, ১০টি মাদ্রাসা, ১০টি কারিগরি, ৭৪টি প্রাথমিক বিদ্যালয় সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজ নিজ প্রতিষ্টান প্রধান বন্ধ ঘোষণা করেন।

উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রতিষ্টান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী ১ এপ্রিল যথাসময়ে প্রতিষ্টান আগের নিয়মে চালু হবে।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে ব্রিফ করেন। সেই ব্রিস দেখে সকল শিক্ষা প্রতিষ্টান বন্ধ ঘোষণা করা হয়েছে।

স/অ