করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারী’ ঘোষণার এক বছর আজ

প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণার এক বছর পূর্ণ হল আজ। গত বছর এই দিনেই (১১ মার্চ) করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এতে মোট প্রাণহানি ২৬ লাখ ৩১ হাজারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে।

দৈনিক প্রাণহানি ও নতুন সংক্রমণ শনাক্তের দিক থেকে এখনও শীর্ষে ব্রাজিল। বুধবার রেকর্ড ২৩শ’র বেশি মানুষের মৃত্যু দেখেছে দক্ষিণ আমেরিকার দেশটি। এদিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করে ১৪শ’র ওপর।

এছাড়া এদিন মেক্সিকোতে মারা গেছে ৮৬৬ জন । রাশিয়াও ৪৬৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে। ইতালি ও পোল্যান্ডে সাড়ে তিনশ’র ওপরে ছিল মৃত্যু।

একদিনে ৪ লাখ ৪৯ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে এই ভাইরাস। বিশ্বজুড়ে মোট সংক্রমিত ১১ কোটি ৮৬ লাখের ওপর।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন