রবিবার , ৯ জানুয়ারি ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনাবিধি মানছে না জনতা, চ্যালাকাঠ হাতে পথে নামলেন নারীরা

Paris
জানুয়ারি ৯, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ

ভারতে করোনাভাইরাস সংক্রমণ আবারো বেড়ে গেছে। তবে মানুষের মধ্যে করোনাবিধি মানার প্রবণতা দিনকে দিন কমেই যাচ্ছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটেছে অদ্ভূত ঘটনা।

সেখানে মানুষ মাস্ক না পরায় এবং শারীরিক দূরত্ববিধি মেনে না চলার জন্য নারীরা বেজায় চটেছেন। চ্যালাকাঠ হাতে পথে নেমেছেন গৃহবধূরা। জনগণকে সচেতন করতেই এ ধরনের পন্থা অবলম্বন করেছেন নারীরা।

জানা গেছে, ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। গতকাল শনিবার সেখানে পথে নামেন একদল নারী। সবাই স্থানীয় গৃহবধূ।

হাতে চ্যালাকাঠ নিয়ে মাস্ক না পরা মানুষদের রীতি মতো ভয়ভীতি দেখান তারা। ওই নারীরা বলেন, করোনাবিধি মানতেই হবে। এলাকার সবাইকে মাস্ক পরতে এবং দূরত্ববিধি মেনে চলতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ক্যানিংয়ের ওই এলাকায় করোনাবিধি মানতে, মানুষকে সতর্ক করতে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের পদক্ষেপে তেমন কাজ হচ্ছে না।

সেসব দেখে নিজেরাই পথে নামার সিদ্ধান নেন ক্যানিংয়ের এই নারীবাহিনী। গ্রামের নারীরা একজোট হয়ে করোনাভাইরাসকে রুখে দিতে তৎপর।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক