কম্বোডিয়া সফরে দুটি ম্যাচ জামাল ভূঁইয়াদের

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২২ সেপ্টেম্বর। কিন্তু বাংলাদেশ এই ম্যাচ খেলতে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেবে এক সপ্তাহ আগে আগামীকাল বৃহস্পতিবার।

কারণ, সেখানে বাংলাদেশ আরো একটি ম্যাচ খেলবে কম্বোডিয়ার বিপক্ষে। সে ম্যাচটি হবে ১৯ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচটি ফিফা ফ্রেন্ডলি। তবে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ যে ম্যাচটি খেলবে কম্বোডিয়ার বিপক্ষে সেটি ফিফা স্বীকৃত হবে না। সেটি আনঅফিসিয়াল ম্যাচ। ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে খেলবে দুই দল।

কম্বোডিয়া থেকে বাংলাদেশ দল নেপাল যাবে ২৩ সেপ্টেম্বর। কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে ২৭ সেপ্টেম্বর। ম্যাচ খেলে পরের দিনই বাংলাদেশ দল ফিরে আসবে ঢাকায়।

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ত্যাগের আগে বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি ২৭ জন নিয়ে ক্যাম্প শুরু করেছিলেন।

সেখান থেকে ইনজুরি থেকে বাদ পড়েছিলেন সোহেল রানা ও রায়হান হাসান। ২৫ জন থেকে ২৩ জন বেছে নিতে তেমন ভাবতে হয়নি ক্যাবরেরার। শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম ও মোহামেডানের ডিফেন্ডার শাহরিয়ার ইমনকে বাদ দিয়েছেন কোচ।

জাতীয় দলে আবার ফিরেছেন মিফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম।

বাংলাদেশ দল

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রিতম।

রক্ষণভাগ: ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইসা ফয়সাল, রহমত মিয়া।

মাঝমাঠ: মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হাসান, আতিকুল রহমান ফাহাদ, সোহেল রানা, হেমন্ত ভিনসেণ্ট বিশ্বাস।

আক্রমণভাগ : সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন।

 

সূত্রঃ জাগো নিউজ