কভিড আক্রান্ত জো বাইডেন, তবে কাজ করছেন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কভিড-১৯ এ আক্রান্ত। বৃহস্পতিবার সকালে পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। এর পর থেকে তিনি হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন।

প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের বলেছেন, ৭৯ বছর বয়সী বাইডেন ‘খুব হালকা লক্ষণ’ অনুভব করছেন।

তিনি তার সমস্ত দায়িত্ব পালন করতে থাকবেন।

বাইডেন সম্পূর্ণ ডোজ করোনা টিকা পেয়েছেন। এ ছাড়া দুই বার বুস্টার টিকা নিয়েছেন। তিনি অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড খাচ্ছেন। এক টুইটে বাইডেন বলেছেন, তিনি বেশ ভালো এবং ব্যস্ত আছেন।

প্রেস সেক্রেটারি জঁ-পিয়ের বলেছেন, হোয়াইট হাউস প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রেসিডেন্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাবেন। তিনি টেলিফোন এবং জুমের মাধ্যমে মিটিংয়ে অংশ নেবেন।

হোয়াইট হাউসের কভিড সমন্বয়কারী চিকিৎসক আশিস ঝাঁ বলেছেন, প্রেসিডেন্ট ক্লান্তি অনুভব করছেন। তার নাক দিয়ে পানি ঝরছে এবং শুকনো কাশি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। গত নভেম্বরে করা সর্বশেষ শারীরিক পরীক্ষায় তাকে খুবই ফিট বলা হয়েছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ