কবি আব্দুর রাজ্জাকের “অনুভবে ছোঁয়া” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন


মোহনপুর প্রতিনিধি:
কবি আব্দুর রাজ্জাক রচিত প্রথম কাব্যগ্রন্থ “অনুভবে ছোঁয়া” মোড়ক উন্মোচন হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টার সময় কেশরহাট মহিলা কলেজের হল রুমে এ কাব্যগ্রন্থের মোড় উম্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম,প্রধান অতিথি ছিলেন সহকারি অধ্যাপক ও প্রদিপ্ত সাহিত্য আসরের কেশরহাট সভাপতি কবি আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রথম কাব্যগ্রন্থ “অনুভবে ছোঁয়ার ”কবি ও কেশরহাট মহিলা কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক,এসময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম পাপুল,অধ্যাপক আব্দুর রউফসহ কলেজের শিক্ষক,শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন। প্রথম কাব্যগ্রন্থ “অনুভবে ছোঁয়া” রচয়িতা আব্দুর রাজ্জাকের দেশের বাড়ি নওগা জেলার মান্দা উপজেলার চকগোবিন্দ গ্রামে। সে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে “অর্থনীতি” বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।