“কফিন”

সাজিয়া সুলতানা মিম

চারকোণা কফিন চারকোণা বরফ
লাশ আমি শীত নেই,
নেই কফিনের দমবন্ধ গরম
কফিনের পেরেক শীতল
তবু নেই আমার ব্যথা
মৃত বাক্য,মৃত শ্বাস
মৃত কাফনের কাপড়।
জীবিত সেই মাটি
আতরের তীক্ষ্ণ ঘ্রাণ,
তুলার আলতো ছোয়া
আত্মীয়ের কান্নার রংহীন জল
কিন্তু আমি নিঃশব্দ!
কফিনে বন্দী নিশ্চল দেহ
আমি যে আত্মা।