কণ্ঠশিল্পী মিতার পাশে দাঁড়ানোর আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সময়ের উদীয়মান কণ্ঠশিল্পী মিতা মল্লিক। দীর্ঘদিন ধরে গানের সঙ্গে জড়িত তিনি। এ পর্যন্ত তার দুটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। বেশ কিছু মিক্সড অ্যালবামের গানেও কণ্ঠ দিয়েছেন সম্ভাবনাময় এই গায়িকা। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিতার বড় ভাই কামরুল ইসলাম মনি বলেন, ‌‘কিডনিতে সমস্যা হয়েছে মিতার। হুট করেই সমস্যা বেড়েছে টের পাইনি। তিনদিন বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয় মিতাকে। এদিকে আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। টাকা ফুরিয়ে এসেছে। প্রতিদিন খরচ হচ্ছিল ২০-৩০ হাজার টাকা। এরপর বাধ্য হয়ে মিতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করি।’

কিডনীর সমস্যায় ভুগছেন মিতা। তার চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অংকের টাকা। যার যোগান দিতে তার মধ্যবিত্ত পরিবার হিমশিম খাচ্ছে। এ অর্থের যোগান দিতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মিতার পরিবার।

মিতাকে সাহায্য করতে মিতার বড় ভাই কামরুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার মুঠোফোন নম্বর : ০১৯৩০৭৯৮৩৯২১।

সূত্র: রাইজিংবিডি