মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কটকটির স্বাদে হোক বিকেলের নাস্তা

Paris
জানুয়ারি ২৪, ২০১৭ ৯:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছেলেবেলার পছন্দের খাবারের মাঝে ‘কটকটি’ অন্যতম। কটকটি খাওয়ার অবশ্য কোন বয়স লাগে না, এগুলো এমন খাবার যা সব বয়সীদেরই পছন্দের। দোকানের বা কটকটিওয়ালার সেই মজাদার কটকটি এখন আর দেখায় যায় না বললেই চলে। কটকটি শুনে জিবে জল চলে আসলো কিন্তু জানেন না এর রেসিপি? চলুন ছোটবেলার সেই কটকটি বানিয়ে চমকে দেই সবাইকে।

দুই রকমের কটকটির মাঝে একটি হল বাদামের কটকটি বা পিনাট বার। এই কটকটি তৈরিতে লাগবে চিনি দুই কাপ, বাদাম আড়াই কাপ আর মাখন সাত টেবিল চামচ।

সব উপকরণ নেয়া হলে এবার একটি ভারী পাত্রে চিনিটুকু নিয়ে মিডিয়াম আঁচে গলতে দিন। পাত্রে যেন চিনি লেগে না যায় সেজন্য কাঠের চামচ দিয়ে নাড়তে থাকুন। চাইলে সামান্য একটু গরম পানি যোগ করতে পারেন। ভালোভাবে চিনি গলে ক্যারামেল হতে দিন।

এই ফাঁকে বাদাম ছিলে নিন। এবার ক্যারামেলে বাদাম ও মাখনটুকু দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। এবার একটা ট্রে বা মেলানো ডিশে সামান্য মাখন ব্রাশ করে নিয়ে এতে ব্দামের মিশ্রণটি ঢেলে দিন। চামচের সাহায্যে মিশ্রণটি মেলে সমান করে নিয়ে ঠাণ্ডা হতে দিন।

কিছুটা ঠাণ্ডা হয়ে আসলে ছুরি দিয়ে পছন্দ মত আকারে কেটে নিয়ে পুরোপুরি ঠাণ্ডা হতে এভাবে রেখে দিন কয়েক ঘন্টা। আপনি চাইলে রাতে বানিয়ে সকালে পরিবেশন করতে পারেন।

ব্যস, তৈরি আপনার বাদামের কটকটি। এয়ার টাইট কৌটায় বা ফ্রিজে রেখে খেতে পারেন বেশ কিছুদিন।

সর্বশেষ - লাইফ স্টাইল