তামাক ছেড়ে ভুট্টা, কুষ্টিয়ায় চাষীদের মুখে হাসি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। চলতি বছর তামাকের পরিবর্তে উপজেলার প্রায় ১ হাজার ১৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। আবাদ ভালো হাওয়ায় এ মৌসুমে ভুট্টা চাষ লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে।.

উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসে তথ্য মতে, মিরপুর উপজেলায় মোট জমির পরিমান ৭৩ হাজার ২২৪ একর। এর মধ্যে আবাদী জমির পরিমান ৫১ হাজার ৭৯৭ একর। চলতি বছর মিরপুর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার একশ হেক্টর, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ করা। তামাকের পরিবর্তে ভুট্টা চাষে কৃষকের মুখেও হাসি ফুটছে।

স্থানীয় মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকার ভুট্টাচাষী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এর আগে আমি ৬ বিঘা জমিতে তামাক চাষ করেছিলাম। তামাকে খুব পরিশ্রম করতে হয়। এছাড়া তামাক চাষ করার ফলে রোগ-বালাই বেশি হতো। যার কারণে উপজেলা কৃষি অফিসের পরামর্শে তামাকের পরিবর্তে সেই জমিতে এবার ভুট্টা চাষ করেছি।’

তিনি আরও জানান, ভুট্টা চাষে তামাকের তুলনায় খরচ অনেক কম, দামও অনেক ভালো। সেই সঙ্গে ভুট্টার গাছ ও খড়কুটা জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। এক বিঘা জমিতে খরচ প্রায় ১১ হাজার টাকা, ফলন আশা করছি প্রায় ৩৩ মন হবে। যার বাজার মূল্য ২৩ হাজার টাকা। তার সাথে জ্বালানি হিসেবে পাওয়া যাবে ২ হাজার টাকার মতো। তাতে খরচ খরচা বাদ দিয়ে লাভ হবে প্রায় ১৪ হাজার টাকা।

ভুট্টা ক্ষেত (ছবি: সংগৃহীত)একই গ্রামের চাষী রবিউল ইসলাম জানান, ভুট্টা চাষ তামাকের চেয়ে লাভজনক। ভুট্টা চাষে পরিশ্রমও তুলনামূলকভাবে কম। চিথলিয়া ইউপির বালিয়াশিশা গ্রামের কৃষক হাসান আলীও জানান একই কথা। তিনি বলেন, ‘ভুট্টা উৎপাদনে সার কম প্রয়োগ করতে হয়। পাশাপাশি সেচ, কীটনাশক ও শ্রমিকের প্রয়োজন কম হয়। ফলে খরচ কম ও স্বল্প সময়ে এ ফসল হয়ে থাকে।’

মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি বছরে মিরপুর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কৃষকরা তামাকের পরিবর্তে তারা ভুট্টার চাষ করছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের ভুট্টা চাষে সার্বিক পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ভুট্টা মানুষের খাদ্য ও গো খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। আর বাজারে ভুট্টার চাহিদাও বেশ ভালো। ভুট্টার উৎপাদন খরচ কম হওয়ায় তামাকের পরিবর্তে ভুট্টা চাষ অধিক লাভজনক।

 

সূত্র: বাংলাট্রিবিউন