কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর ফেরা নিয়ে গুঞ্জন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করছেন সোনিয়া গান্ধী। আগামী বছর এ পদে দেখা যেতে পারে তার ছেলে রাহুল গান্ধীকে। রাহুলও বলেছেন, তিনি বিষয়টি বিবেচনা করবেন। দলীয় সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ৫ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সংস্কারপন্থী নেতাদের উদ্দেশে সোনিয়া বলেন, তিনি দলের সভাপতি। তার সঙ্গে কথা বলার জন্য গণমাধ্যমের সাহায্য নেওয়ার দরকার নেই।

আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হবেন। এরপর দলের ওয়ার্কিং কমিটির নির্বাচনের আয়োজন করা হবে।

স্বামী রাজীব নিহত হওয়ার কয়েক বছর পর কংগ্রেসের দায়িত্ব নেন সোনিয়া। ২০১৭ সালে দলের নেতৃত্বে আসেন রাজীব ও সোনিয়ার একমাত্র ছেলে রাহুল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের ব্যর্থতা কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছিলেন ভারতের আলোচিত এ রাজনীতিবিদ। ২০২৪ সালের নির্বাচনে দলের নেতৃত্বে রাহুলের হাতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন