ওমিক্রন নয়, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ

করোনার নতুন স্ট্রেন ওমিক্রন নয়, বরং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পরই ওমিক্রনে আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কা ছিল।

তবে শনিবার জানা গেছে, তিনি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত। দুই দিন আগে যে নমুনা দেওয়া হয়েছিল তার, সেটা থেকেই জানা গেছে এ খবর।

গত সোমবার করোনা আক্রান্ত হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। চারদিন হাসপাতালে থাকার পর শুক্রবার ছাড়া পান তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। ককটেল থেরাপির পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কাজে দিয়েছিল স্টিম থেরাপিও।

চিকিৎসকরা জানান, বাড়ি বসেই তার যাবতীয় চিকিৎসা করা যাবে। তাদের পরামর্শ মতোই আপাতত হোম আইসোলেশনে রয়েছেন দাদা। কিন্তু শনিবার তার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে জানা গেল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন