শনিবার , ৩০ মার্চ ২০১৯ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘এ রকম মাঠই গেইলের পছন্দ’

Paris
মার্চ ৩০, ২০১৯ ৬:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইপিএলের নবম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কিংস একাদশ পাঞ্জাব।

টস জিতে প্রথমে ফিল্ডিং করা প্রসঙ্গে পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন বলেন, উইকেটের যা অবস্থা তাতে মনে হচ্ছে পরে ব্যাটিং করলে ভালো হবে। তার কারণ এরকম ব্যাটিং উইকেটে খেলতে ক্রিস (গেইল) ভালোবাসে। আমার মনে হয় শেষ দিকে বল একটু গ্রীস হতে পারে। তাই আমরা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।

ক্রিস গেইল মানেই বোলারদের জন্য আতঙ্ক। ক্যারিবীয় এই ব্যাটিং দানবকে স্টাইক নিতে দেখে এখনও ভড়কে যান অনেক বোলার। কোথায় বল ফেলবেন, না জানি বল স্টেডিয়াম ছাড়া করে। গেইলের বিপক্ষে বল করার আগে এমন আতঙ্কে ভোগেন বোলাররা।

চলতি আইপিএলে ফর্মের তুঙ্গে রয়েছেন গেইল। এবারের আসরে প্রথম ম্যাচে খেলতে নেমে রাজস্থান রয়েলসের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালাগ ক্যারিবীয় এই ওপেনার। ৪৭ বলে ৭৯ রান করেন গেইল। দ্বিতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে ব্যাটিং ঝড় তুলে আউট হয়ে যান গেইল। কলকাতার বিপক্ষে ১৩ বলে করেন ২০ রান।

ব্যাটিং দানব হিসেবে গেইলের পছন্দ ব্যাটিং সহায়ক উইকেট। শনিবার মোহালির ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব।

নিজেদের প্রথম ম্যাচে দিল্লি কেপিটালের বিপক্ষে হেরে যাওয়া মুম্বাই, দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় লাভ করে।

অন্যদিকে পাঞ্জাব প্রথম ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে জয় দিয়ে আইপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে যায়।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সুরাইয়া কুমার যাদব, যুবরাজ সিং, কায়রন পোলার্ড, করুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, মাইকেল ম্যাকলেঞ্জ, মায়াঙ্ক মার্কান্ডি, যশপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।

কিংস একাদশ পাঞ্জাব: ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, ডেভিড মিলার, মনদীপ সিংহ, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), হার্ডুস ভিলজোয়েন, আন্দ্রে ট্রা, মুরাগান অশ্বিন ও মোহাম্মদ সামি।

সর্বশেষ - খেলা