এ কেমন প্রতিবাদ, কোহলির ওয়েবসাইট হ্যাক করল পদ্মাপারের ‘বন্ধু’

সিল্কসিটিনিউজ ডেস্ক:  সাম্প্রতিক সময়ে বাইশ গজে ভারত-বাংলাদেশ মানেই থ্রিলার ম্যাচ৷ নিদাহাস থেকে এশিয়া কাপ ফাইনাল, শেষ বলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে৷ দুই দেশের ক্রিকেট যুদ্ধের এর চেয়ে ভাল বিজ্ঞাপন আর কীই বা হতে পারে৷ কিন্তু বিতর্কও তো কম হয়নি৷

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টারে ভারতের কাছে হারে বাংলাদেশ৷ সেবার রোহিতের আউট, নো বল ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোরগোল পড়ে গিয়েছিল৷ তিন বছর পরে এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের স্টাম্পিং নিয়ে ঠিক একই রকম বিতর্ক৷ আউট না নট আউট? সেই নিয়ে এখনও চর্চা তুঙ্গে ফেসবুকে৷ পদ্মাপারের ফ্যানেদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে ভারতকে বাড়তি সুবিধে করে দেওয়া হয় প্রতি টুর্নামেন্টে৷ সব বিতর্ককে এবার ছাপিয়ে গেল হ্যাকিংয়ের ঘটনা৷

 এশিয়া কাপের ফাইনালে হারের জের, বিরাট কোহলির ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশের এক হ্যাকার কমিউনিটি৷ এশিয়া কাপের ফাইনালের রাত ২৮ সেপ্টেম্বর কোহলির ওয়েবসাইটটি হ্যাক করা হয়৷ এরপর ওয়েবসাইটে লিটনের স্টাম্পিংয়ে ছবি পোস্ট করে দেয় বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স নামের ঐ হ্যাকার কমিউনিটি৷ ২৯ সেপ্টেম্বর ‘হ্যাকিং’ এর তথ্যটি নিজদের ফেসবুক পেজে নথি-প্রমাণসহ প্রকাশ করে ঐ ‘হ্যাকার’ গ্রুপ৷

ক্যাপশনে বিস্ফোরক ভাবে লেখা হয়, ‘ক্রিকেট জেন্টেলম্যানস গেম! কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ পড়লেই ভারতকে পক্ষপাতীত্ব করা হয়৷ সেটা একবার নয়, বহুবার৷ এর প্রতিবাদে ভারত অধিনায়ক বিরাট কোহলির ওয়েবসাইট হ্যাক করা হল এবং সামনে আরও অনেক কিছু হবে’৷ ১ অক্টোবর অবশ্য হ্যাকড হওয়া ওয়েবসাইটটি উদ্ধার করা হয়েছে৷