এ কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা আব্বাস

সদ্য গঠিত নির্বাচন কমিশনও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাই এ কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি এমন দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনার আত্মীয়। তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাই নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। কারণ নিরপক্ষ নির্দলীয় সকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, এ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সরকারের মতো এ কমিশনও অবৈধ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন