এসো হে বৈশাখ

আপেল মাহমুদ অপু


এসো হে বৈশাখ
চিরসবুজের নব চেতনায়
বাংলার ঘরে ঘরে,
এসো হে বৈশাখ
মৃদু হাওয়ায় নেচে নেচে
ফুলে ফুলে খেলা করে।
এসো হে বৈশাখ
ষোড়শী বালার পায়ের
নূপুরের নৃত্যের ঝংকারে,
এসো হে বৈশাখ
এ ধরায় তব মৃদু পদ লয়ে
বাঙালী জাতি স্বত্বার অহংকারে।
এসো হে বৈশাখ
নদীর জলে ঢেউয়ের তালে
ভাটিয়ালী গানের সুরে,
এসো হে বৈশাখ
জড়তা ভুলে চেতনা লয়ে
নতুনের পথ ধরে।
এসো হে বৈশাখ
ভোরের আলোর ঝিকিমিকি রোদে
মনের মলিনতা ভুলে,
এসো হে বৈশাখ
ঘরে ঘরে পান্তা ভাতের সাথে
ইলিশের বার্তা লয়ে।
এসো হে বৈশাখ
মানব মনের হৃদয় গহীনে
ফুটা ফুলের সুবাসে,
এসো হে বৈশাখ
জোছনা রাতের আলোর মেলায়
দক্ষিণা বাতাসে।
এসো হে বৈশাখ
শত স্মৃতি লয়ে বছর ঘুরে
বাংলার ঘরে ঘরে,
এসো হে বৈশাখ
গ্রাম বাংলার আকাশে বাতাসে
বাউলের একতারার সুরে সুরে।
এসো হে বৈশাখ
আবীর মাখা কলসি কাঁখে
নব বধুর এলোকেশে,
এসো হে বৈশাখ
হিংসা ভুলে ভালোবাসা লয়ে
নব রূপে নব বেশে।
এসো হে বৈশাখ
নীল আকাশে ডানা মেলে
পাখির কলতানে,
এসো হে বৈশাখ
গ্রাম বাংলার পথে প্রান্তরে
জারী আর সারিগানে।
এসো হে বৈশাখ
মেঠোপথ ধরে নৃত্য করে
পাকা ধানের গন্ধ লয়ে,
এসো হে বৈশাখ আনন্দ
উল্লাসে মনের কালিমা ভুলে।
এসো হে বৈশাখ
নূপুর পায়ে নৃত্য করে
গ্রাম বাংলার মধুর সংগীতে,
এসো হে বৈশাখ
পুষ্পমাল্য হাতে দাঁড়িয়ে আছে
সবে তোমাকে বরণ করে নিতে।।