এসে গেল টেইলরের বিদায়ি সিরিজ

বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রস টেইলর। নিউজিল্যান্ডের এই বর্ষীয়ান ক্রিকেটার এবার মাঠ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। আগামী ২৯ মার্চ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে খেলা।

সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

ঘরের মাঠে সিরিজ দিয়ে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন টেইলর। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে সেই সুযোগ দিয়েছে। ৩৮ বছর বয়সী টেইলর এখন পর্যন্ত ১১২ টেস্টে ৭৬৮৩ রান, ২৩৩ ওয়ানডেতে ৮৫৮১ রান ও ১০২ টি-টোয়েন্টিতে ১৯০৯ রান করেছেন। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জয় দিয়ে টেইলরকে বিদায় দিতে চাই। দারুণ এক ব্যাটারের ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। তাকে দীর্ঘদিন মনে রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট। ‘

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়ার কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম সারির ১২ জন ক্রিকেটার এই সিরিজে খেলছেন না। তার ওপর করোনা সংক্রমণের কারণে নেই কিউই ব্যাটার মার্ক চাপম্যান। তার পরিবর্তে ২০১৮ সালের পর আবারও নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন অকল্যান্ডের ব্যাটার ওয়ার্কার। ২০১৫ সালে ওয়ানডে  অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে ২৭২ রান এবং দুই টি-টোয়েন্টিতে ৯০ রান করেছেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ