এরদোয়ানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে ম্যাখোঁর অভিযোগ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

ম্যাখোঁর মানসিক চিকিৎসা প্রয়োজন বলে এরদোয়ান মন্তব্য করে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানান। সেই ঘটনার জেরে এরদোয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করেছেন ম্যাখোঁ।

এদিকে ইউরোপীয়ান কমিশন থেকে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে সতর্ক করে বলা হয়েছে, এ অবস্থানের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথ তুরস্কের জন্য আরও কঠিন হয়ে গেল।

ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র জানান, কোনো সদস্য রাষ্ট্রের পণ্য বর্জনের ডাক আমাদের চেতনার পরিপন্থি এবং এ ধরনের পদক্ষেপের জেরে ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও দূরে সরে যাবে তুরস্ক।

প্রসঙ্গত, মত-প্রকাশের স্বাধীনতার শিক্ষা দিতে চলতি বছরের ১৬ অক্টোবর প্যারিসের একটি স্কুলের শিক্ষক তার ছাত্রদের মহানবী (সা.) এর বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হন।

এ ঘটনার প্রতিবাদে ফ্রান্সে প্রকাশ্যে মহানবী (সা.) এর কার্টুন দেখানো হয়। মহানবীর (সা.) কার্টুন প্রদর্শনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ফ্রান্সের ইসলামবিরোধী অবস্থানের প্রতিবাদে ক্ষোভ দেখা দেয়। মধ্যপ্রাচ্য, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশ।

 

সূত্রঃ কালের কণ্ঠ