এমবাপ্পেকে পিএসজিতে থাকতে বলেছি: ফ্রান্স প্রেসিডেন্ট

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

কয়েকদিন আগেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে ছিলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ার পর এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই। নতুন করে পিএসজির সঙ্গেই তিন বছরের চুক্তি করেছেন তিনি। পিএসজিতে থাকার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকসহ ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের মতোই ক্ষমতা দেওয়া হয়েছে এমবাপ্পেকে।

তিনি যখন চুক্তি নবায়ন করেন, তখন গুঞ্জন ছড়িয়েছিল খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কথা বলেছেন এমবাপ্পের সঙ্গে। তিনিই এমবাপ্পেকে রাজি করিয়েছেন পিএসজিতে থেকে যেতে- এমন সংবাদই প্রকাশ করেছিল স্থানীয় গণমাধ্যমগুলো।

এবার সেসব খবরের সত্যতা স্বীকার করে নিলেন ম্যাকরন নিজেই। সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, ‘হ্যাঁ এটি সত্য যে এমবাপ্পের সঙ্গে আমার কথা হয়েছিল। ভবিষ্যত সম্পর্কে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সে আমার সঙ্গে কথা বলেছে। তবে সেখানে কোনো নির্দেশ দেওয়ার বিষয় ছিল না। বন্ধুত্বপূর্ণ আলোচনায় তাকে ফ্রান্সেই থেমে যেতে বলেছিলাম।’

তিনি আরও যোগ করেন, ‘প্রেসিডেন্ট হিসেবে বন্ধুত্বপূর্ণ আলোচনায় নিজ দেশের ভালো দেখা আমার দায়িত্ব। তবে আমি কখনও কোনো দলবদলে প্রভাব রাখিনি। অন্য যেকোনো নাগরিকের মতোই খেলাধুলার সুস্থ পরিবেশ চাই আমি। সবসময় ভালো খেলাই আমার কাম্য।’

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন