এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বৈশাখী ভাতার দাবি

বাগাতিপাড়া সংবাদদাতা:
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বৈশাখী ভাতা প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী সমিতি। বুধবার নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ এ দাবি জানান।

 
তারা বলেন, সরকার ঘোষিত পে-স্কেলে বেতনের শতভাগ পেলেও বৈশাখী ভাতা প্রদানের বিষয়টি এখনও তাদের ক্ষেত্রে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ছাড়াও বেতন স্কেলের ৫ ভাগ প্রবৃদ্ধি বাস্তবাযন, অবসর সুবিধা দ্রুতকরনসহ জাতীয়করনের দাবি জানান নেতৃবৃন্দ।

 
বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম।

 
সমিতির সাধারন সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, ওসি মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, পরিচালনা কমিটির সভাপতি এসএম সাদেকুর রহমান।

 
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সাবেক সাধারন সম্পাদক বছির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, প্রধান শিক্ষক কাইছার ওয়াদুদ বাবর প্রমুখ।
স/শ