এবার ৪১ বছর আগের যে রেকর্ড ভাঙলেন এজাজ

এবার ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামকেও ছাড়িয়ে গেলেন এজাজ প্যাটেল।  ভারতের মাটিতে সেরা বোলিং ফিগার নিজের করে নিলেন নিউজিল্যান্ডের এই তারকা স্পিনার।

ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়ে শনিবার রেকর্ড বুকে ঢুকে গেছেন প্যাটেল। রোববার দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট শিকার করে আরেকটি নতুন রেকর্ড গড়লেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই বাঁহাতি স্পিনার।

ওয়াংখেড় স্টেডিয়ামে দুই ইনিংস মিলিয়ে ২২৫ রান খরচায় ১৪ উইকেট নিয়েছেন এজাজ। ভারতের মাটিতে সফরকারী কোনো বোলারের এটাই সেরা বোলিং ফিগার।

এখন থেকে ঠিক ৪১ বছর আগে ১৯৮০ সালে মুম্বাইয়ে ইংলিশ কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম ১০৬ রান খরচায় শিকার করেছিলেন ১৩ উইকেট।

এক উইকেট বেশি নিয়ে ইংল্যান্ডের সাবেক তারকাকে ছাড়িয়ে গেলেন ৩৩ বছর বয়সী এজাজ। বোথামের পর ৭০ রান দিয়ে ১২ উইকেট নেওয়া স্টিভ ওকিফে আছেন তৃতীয় পজিশনে।

 

সুত্রঃ যুগান্তর