বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবার হিজবুল্লাহর ওয়্যারলেস রেডিওতে বিস্ফোরণ

Paris
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এবার লেবাননের দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ শহরগুলোতে হিজবুল্লাহর ব্যবহৃত ওয়্যারলেস রেডিও বিস্ফোরিত হয়েছে।

বুধবার এ ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্র ও একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদেন এ দাবি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারে (যোগাযোগের ডিভাইস) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন নিহত ও তিন হাজারের বেশি আহত হয়। এই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
লেবাননের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্র জানিয়েছে, হাতে ধরা রেডিওগুলো হিজবুল্লাহ পাঁচ মাস আগে কিনেছিল। প্রায় একই সময়ে পেজারগুলো কেনা হয়েছিল। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহতদের জানাজার সময় রেডিওগুলো বিস্ফোরিত হয়।

বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, “তাদের যোদ্ধারা অন্যান্য দিনের মতো আজও গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লেবাননে মঙ্গলবারের গণহত্যার ঘটনায় আলাদাভাবে কঠোর প্রতিশোধ নেবে।”

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক