সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারতের জনপ্রিয় সিরিজ মির্জাপুর। চলতি বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছিল এর তৃতীয় সিজন। এরই মাঝে সিরিজটির তিনটি সিজন শেষ হয়েছে। বলা যায়, মির্জাপুর জায়গা করে নিয়েছে ভারতের শীর্ষ সিরিজের তালিকায়।
এরপর থেকেই গুঞ্জন শোনা যায়, এবার সিনেমা হিসেবে বড়পর্দায় আসবে মির্জাপুর। কালিন ভাইয়ার চরিত্রে হৃতিক রোশানের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে গুঞ্জন অবশেষে সত্যিই হলো। এবার বড়পর্দায় আসছে মির্জাপুর।
সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও। সোমবার (২৮ অক্টোবর) প্রকাশ্যে এসেছে আসন্ন সিনেমাটির টিজার। যেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু শর্মাদের।
জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’ সিনেমাটি। মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বড় পর্দায় ‘মির্জাপুর’ যে সকলকে ছাপিয়ে যাবে সেই আভাস এখনই পাওয়া যাচ্ছে। দেড় মিনিটের অ্যানাউন্সমেন্ট ভিডিও শুরু হয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে দিয়ে। মির্জাপুরের সিংহাসনে বসে তিনি বলেন, ‘সিংহাসনের গুরুত্বের কথা সবাই জানে।
সম্মান, ক্ষমতা, নিয়ন্ত্রণ—সব মিলেই সিংহাসন। আপনারা নিশ্চয়ই নিজেদের সিংহাসনে বসেই মির্জাপুর দেখেছেন। কিন্তু এবার যদি সিংহাসন থেকে না ওঠেন, তাহলে ঝুঁকি আছে।’
পঙ্কজ ত্রিপাঠির কথার সঙ্গে তাল মিলিয়ে গুড্ডু চরিত্রে অভিনয় করা আলি ফজল বলেন, ‘ঠিক বলেছেন কালিন ভাইয়া। ঝুঁকি নেওয়া তো আমার বৈশিষ্ট্য। খেলা এবার উল্টে যাবে। মির্জাপুর এবার আপনাদের কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে মির্জাপুরের কাছে।’
দ্বিতীয় সিজনের শেষ অংশে গুড্ডুর গুলিতে মারা যায় কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি। তৃতীয় সিজনে না থাকলেও বোনাস এপিসোডে দেখা মেলে তার। সিনেমায় আবারও মুন্না হয়ে ফিরছেন দিবেন্দু শর্মা। তাঁর মুখে শোনা গেল, ‘হিন্দি সিনেমার নায়ক আমি, আর সিনেমা তো হলেই দেখতে হয়। বলেছিলাম, আমার মৃত্যু নেই। হলে বসেই মির্জাপুরের সিংহাসনে রাজত্ব করব।’
মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর: দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে আছেন রিতেশ সিদ্ধওয়ান ও ফারহান আখতার। চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন