এবার লিখিত পদ্ধতিতে হচ্ছে রাবির ভর্তি পরীক্ষা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এতে দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিল, ইউনিট সংখ্যা কমিয়ে আনা এবং লিখিত পদ্ধতি চালু করা হয়েছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ২৪ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভা শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি উপ-কমিটির সভাপতি ও রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, আগামী ২০-২২ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর লিখিত পদ্ধতি চালু করা হয়েছে। এ ছাড়াও পরীক্ষা পদ্ধতিতে বেশ কয়েকটি পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সভা সূত্রে জানা গেছে, একজন ভর্তিচ্ছুকে ৫৫ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের জন্য মানবিক বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিংবা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩ সহ ৭, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৩.৫ সহ ৭.৫ ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৩.৫ সহ ৮ পেতে হবে।

ভর্তীচ্ছুদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটের জন্য ৩২ হাজার (কোটাসহ) শিক্ষার্থীর নাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত পুনরায় ওয়েবসাইটে গিয়ে এক হাজার ৯৮০ টাকা দিয়ে আবেদন করতে হবে। ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তীচ্ছুরা চূড়ান্ত আবেদন করতে পারবেন।

এদিকে এ বছর পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। বিগত বছরগুলোতে ৫টি ইউনিট থাকলেও এ বছর তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং চারুকলা অনুষদ, ‘বি’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুটি শিফটে ১৬ হাজার করে ভর্তীচ্ছুদের পরীক্ষা নেওয়া হবে। একজন ভর্তীচ্ছু কেবল একটি ইউনিটেই পরীক্ষা দিতে পারবে।

মোট ১শ নম্বরের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার সময় ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পাবে ভর্তীচ্ছুরা। কেবল ২০১৯ সালে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

স/জি