এবার বাজেট চিফ পদে নারীকে মনোনীত করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে দু’শ বছরের বেশি গণতন্ত্রের ইতিহাসে যা হয়নি, এবার তা হচ্ছে। সে দেশের ক্ষমতার কেন্দ্রে আসছেন একের পর এক নারী। নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে মনোনীত করে ইতিহাস গড়েছিলেন জো বাইডেন।এবার বাজেট চিফ পদেও মনোনীত করলেন এক নারীকে।

ক্ষমতায় এসেও একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের কোষাধ্যক্ষ থেকে গোয়েন্দা বিভাগের প্রধানের পদে মনোনীত করেছেন নারীদের। এমনকি হোয়াইট হাউসের জ্যেষ্ঠ প্রেস টিম নারীদের দিয়ে সাজিয়েছেন তিনি।

জানা গেছে, হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’–এর প্রধান হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত নীরা টান্ডেন। তিনি সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস–এর চিফ এগজিকিউটিভ হিসেবে আছেন এখন। সংগঠনটি কিছুটা বাম ঘেঁষা। নীরা এক সময় হিলারি ক্লিন্টনেরও ঘনিষ্ঠ ছিলেন।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস