বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবার নিজ বাড়িতে ২ মন্ত্রীকে খাওয়ালেন ডিবিপ্রধান হারুন

Paris
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজ বাড়ি কিশোরগঞ্জের হাওরাঞ্চল উপজেলা মিঠামইনে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাইয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ। বুধবার উপজেলার হোসেনপুর গ্রামের বাড়িতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে দুপুরের খাবার খাওয়ান তিনি।

ডিবিপ্রধান হারুন অর রশিদ তার ফেসবুক পেজে লেখেন— আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং মাননীয় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মহোদয় কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথি মহোদয়গণ আমার গ্রামের বাড়িতে আসেন।

তিনি আরও লেখেন, মাননীয় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রে আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী মহোদয় আমার আমন্ত্রণে কিছু সময় আমার বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন।

এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ করান ডিবিপ্রধান হারুন অর রশীদ। এর পর ২৯ আগস্ট ডিবি কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আপ্যায়ন করান তিনি।

এ আপ্যায়নের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। এতে ব্যাপকভাবে আলোচনায় আসেন পুলিশের  ঊর্ধ্বতন এ  কর্মকর্তা।  যুগান্তর

সর্বশেষ - জাতীয়