এবার একটা টেস্ট জিতলাম পরে আরেকটা, এভাবে…

প্রথম ম্যাচের পরফরম্যান্সে আমরা সবাই ভীষণ আনন্দিত ও গর্বিত, কিন্তু ক্রাইস্টচার্চে হতাশ হতে হলো। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে মোমেন্টাম ধরে রাখা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। বিদেশের মাটিতে খেলা পুরোপুরি নির্ভর করে মানসিকতার ওপর। দ্বিতীয় টেস্টে হারলেও এই সিরিজে আমাদের অনেক ভালো ও ইতিবাচক দিক আছে। লিটন যখন ব্যাটিং করছিল, মনেই হয়নি কঠিন উইকেটে খেলা হচ্ছে। দারুণ খেলছে লিটন।… এবার একটা টেস্ট জিতলাম, পরে আরেকটা টেস্ট জিতব। এভাবে এক সময় আমরা সিরিজ জিতব। এখন অন্তত সবাই বিশ্বাস করবে যে, আমরা পারি।

-বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক

জয়ের অনুভূতি সমসময়ই অসাধারণ। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ক্রাইস্টচার্চে এসেছিলাম আমরা। সিরিজ বাঁচাতে জিততেই হতো। প্রথম ইনিংসে আমাদের জুটি ছিল আদর্শ। চেনা কন্ডিশনে নিজে অবদান রাখতে পেরে আরও বেশি ভালো লাগছে। নিখুঁত পারফরম্যান্স উপহার দিতে পেরেছি আমরা। পুরো বিশ্বেই এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে উইকেট ভিন্ন হয়। প্রথম টেস্টে বাংলাদেশ অসাধারণ খেলেছে। এখানে আমাদের বোলাররা তাদের সামর্থ্য দেখিয়েছে। রস টেলরের বলে ম্যাচের শেষ উইকেট, এর চেয়ে ভালো চিত্রনাট্য আর হতে পারে না। এভাবে তাকে বিদায় দিতে পারাটা বিশেষ কিছু। আজ রাতে ওর পরিবারের সঙ্গে উদযাপন করতে মুখিয়ে আছি আমরা

-নিউজিল্যান্ড অধিনায়ক ও ম্যাচসেরা টম ল্যাথাম

হার দিয়ে শুরুর পর এভাবে সিরিজ শেষ করতে পারা দারুণ। হাতে আঘাত পাওয়ায় একটু ভয়েই ছিলাম। শেষ পর্যন্ত অবদান রাখতে পেরে ও জয়ের অংশ হতে পেরে খুবই খুশি। টমের (ল্যাথাম) সঙ্গে দারুণ এক জুটির অংশীদার হতে পেরেছি। রস টেলরের শেষ টেস্টে এমন পারফরম্যান্সই দরকার ছিল। এই মানুষটা অনেক কিছু দিয়েছে নিউজিল্যান্ডকে। ড্রেসিংরুমে আমরা তাকে মিস করব

-সিরিজসেরা ডেভন কনওয়ে

 

সূত্রঃ যুগান্তর