সোমবার , ২৩ আগস্ট ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবার আফগান ফিল্ম অর্গানাইজেশনে তালেবানের হানা

Paris
আগস্ট ২৩, ২০২১ ১১:৫৬ অপরাহ্ণ

এবার আফগানিস্তানের ফিল্ম অর্গানাইজেশন দপ্তরে হানা দিল তালেবান। দপ্তরের ভেতর ঢুকে কাগজপত্র তছনছ করার অভিযোগও উঠেছে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছেন মহিলা পরিচালক সাহরা কারিমি। একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টে পরিচালক বলেন, ‘দু’দিন আগে তালেবান আমাদের ফিল্ম অর্গানাইজেশন দপ্তরে ঢুকে পড়ে। গোটা অফিসে তল্লাশি চালায় তারা। দপ্তরের চাবি পর্যন্ত নিয়ে রেখেছে তালেবান।’ পাশাপাশি, বিশ্বের সমস্ত দেশের উদ্দেশ্যে সাহরার অনুরোধ, ‘যারা মহিলাদের সম্মান দেয় না, তেমন কোনো গোষ্ঠীকে আফগানিস্তানে কোনো মর্যাদা দেবেন না আপনারা।’

তালেবানের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করে শিরোনামে এসেছেন ‘হাভা, মারিয়াম, আয়েশা’ ছবি খ্যাত আফগান পরিচালক সাহরা কারামি। তিনি আফগানিস্তানের ফিল্ম অর্গানাইজেশনের প্রথম মহিলা চেয়ারম্যান। আর সেই অর্গানাইজেশনের দপ্তরে তালেবানি হানার পর থেকে আতঙ্কিত সাহরা ও তাঁর সহকর্মীরা। তাঁর কথায়, ‘তালিবান আমাদের কাজ করতে দেবে না। অফিসের চাবি নিয়ে নিয়েছে তালেবানরা। আমি ও আমার সহকর্মীরা আপাতত বাড়ি থেকেই কাজ করছি। রিমোটলি ছবি সংক্রান্ত সমস্ত কাজ চালাতে বাধ্য হচ্ছি।’

এই ভয়াবহ পরিস্থিতিতেও সাহরা অংশগ্রহণ করেছিলেন ‘ফার্স্ট লেডিস এবং জেনটেলম্যানদের কিয়েভ সামিট’ সেমিনারে। সেখানে তিনি তালেবানি ভয়াবহতার রূপ তুলে ধরেন। কী ভাবে মহিলাদের উপর জুলুম চালানো হচ্ছে সেটাও তিনি সকলকে জানান। পাশাপাশি, যে সন্ত্রাসবাদী গোষ্ঠী মহিলাদের উপর, চলচ্চিত্র পরিচালকদের উপর এভাবে অত্যাচার চালাচ্ছে, তাদের কখনও মর্যাদা না দেওয়ার আর্জি জানান সাহরা।

পরবর্তী টার্গেট হয়ত আমি! শিল্প-সংস্কৃতি বাঁচানোর আর্জি আফগান পরিচালকের। চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে বলও সরব হন সাহরা কারিমি। তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে আমরা শিল্প জগতের সঙ্গে জড়িতরা চলচ্চিত্র নির্মাণ করে কিংবা শিল্প প্রদর্শনের মাধ্যমে আমাদের মাতৃভূমিকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছি। আমি ইউরোপীয় দেশগুলিকে অনুরোধ জানাব, কোনওভাবেই যাতে তালেবানি শাসনকে স্বীকৃতি না দেওয়া হয়।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক