এপ্রিলে চালু হচ্ছে অ্যাপল পার্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নভোযানের মতো দেখতে অ্যাপলের প্রধান কার্যালয়ে তৈরির প্রায় শেষ পর্যায়ে। আজ কোম্পানিটি এই ১৭৫ একরের ক্যাম্পাসের নাম ঘোষনা করেছে। নামটি হলো ‘অ্যাপল পার্ক’।

এই ক্যাম্পাসে ১২ হাজার লোকের কর্মক্ষেত্র থাকবে। একটি অ্যাপল স্টোরের সাথে দর্শনার্থী কেন্দ্র থাকবে। পাশাপাশি থাকবে পাবলিক ক্যাপে, কর্মীদের জন্য ১ লাখ স্কয়ার ফিটর ফিটনেস সেন্টার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। এছাড়া স্টিভ জবস থিয়েটার নামে ১ হাজার সিটের অডিটোরিয়াম থাকছে এই ক্যাম্পাসে।

Apple Park-TechShohor

নতুন এই ক্যাম্পাস পুরোপুরিভাবে চালু হতে প্রায় ৬ মাস লেগে যাবে। তবে আগামী এপ্রিল থেকে ক্যাম্পাসটি চালু হবে।

নতুন ক্যাম্পাসটি ৫ মিলিয়ন স্কয়ার ফিটের ঘাসের মাঠ এবং শিলাজতু ও কনক্রিট দিয়ে তৈরি হচ্ছে। থাকছে ৯ হাজার গাছ। ১৭ মেগাওয়াটের রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে কর্মক্ষেত্রটি শতভাগ রিনিউয়েবল এনার্জি দিয়ে চলবে। এটি হবে বিশ্বের সর্ববৃহৎ সোলার এনার্জির ইনস্টলেশন।

 

অ্যাপল পার্কের অন্যতম বিশেষত্ব হলো এখানে বছরের প্রায় ৯ মাস কোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্রয়োজন হবে না এবং কোনো তাপের সৃষ্টি হবে না। ভবনগুলোতে প্রাকৃতিকভাবে আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা থাকবে।

সূত্র : টেকশহর