‘এটাই ফুটবল, কখনও কখনও অবিশ্বাস্য ঘটনা ঘটে’

শেষ মুহূর্তে গোল হজম করে বাছাইয়েই কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইতালির। বাঁচা মরার লড়াইয়ে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোল আদায় করতে পারেনি চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এই দলই কিনা গত বছর দাপট দেখিয়ে ইউরোপ সেরার মুকুট পড়েছিল। তাই তো ইতালি কোচ রবার্তো মানচিনি বলছেন, এটাই ফুটবল, কখনও কখনও অবিশ্বাস্য সব ঘটনা ঘটে।

ঘরের মাঠে মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। তাই স্বভাবতই প্রশ্ন চলে এসেছে, প্রধান কোচ রবার্তো মানচিনিকে রাখবে তো ইতালি ফুটবল ফেডারেশন? কিন্তু এটা নিয়ে এখনি কিছু বলতে রাজি নন মানচিনি। তবে এমন হারে খুব হতাশ এই ইতালিয়ান কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,’আমরা দেখব। এখন আমি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে খুব হতাশ বোধ করছি, আমরা দেখব সামনে কি হয়। ‘

বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেলেও ফুটবলারদের পাশেই দাঁড়াচ্ছেন মানচিনি,’আমি নিশ্চিত এই দলের একটি দুর্দান্ত ভবিষ্যৎ রয়েছে। আমি এই খেলোয়াড়দের এখন আগের চেয়ে বেশি সমর্থন করছি। ‘ ইতালির অধিনায়ক চিয়েলিনি বলেন,’ খুব বড় হতাশার হার। আশা করছি মানচিনি কোচ হিসেবে থাকবে। আমি এখনো আমার সতীর্থের প্রতি গর্ব অনুভব করছি। আমাদের সবার হৃদয় ভেঙ্গেছে কিন্তু আমাদের আবার শুরু করতে হবে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ