‘এজবাস্টন টেস্ট’ ক্রিকেটের জন্য দৃষ্টান্ত: রুট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেস্টে ক্রিকেট মানে অবশ্যই ক্লাস পারফরম্যান্স৷ পাঁচদিনের ফর্মাটের এই ক্রিকেট অবশ্যই ক্রিকেটারদের জাত চেনায়৷ কিন্তু কোথাও গিয়ে ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেটের উত্তেজনা থাকে না ক্রিকেটের এই ঐতিহ্যবাহী ফর্মাটটিতে৷ শনিবার এজবাস্টনের ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কিন্তু এই মিথকেই পাল্টে দিয়েছে৷ পাঁচদিন ধরে জয়ের জন্য দু’টি দলের মধ্যে যে ‘কাঁটে কী টক্কর’ চলেছে তা উপভোগ্য করেছেন ক্রিকেটবিশ্বের দর্শকরা৷

প্রথম দিন থেকে শেষ দিন অবধি এই ম্যাচের কোথাও উত্তেজনার খামতি ছিল না৷ ৩১ রানে প্রথম টেস্ট পকেটে পোরার পর বিষয়টির উল্লেখ করে ইংল্যান্ড ক্যাপ্টেন বলেন ‘এজবাস্টন টেস্ট’ ক্রিকেটের জন্য দৃষ্টান্ত৷

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড ক্যাপ্টেন রুট বলেন, ‘এজবাস্টনের ম্যাচটা টেস্ট ক্রিকেটের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করল৷ যারা বলে টেস্ট ক্রিকেটে কোনও উত্তেজনা নেই৷ এই ফর্মাটের ক্রিকেট মৃতপ্রায়৷ তাদের কিন্তু এই ম্যাচটার রিপিট টেলিকাস্ট দেখা উচিৎ৷ সত্যি অসাধারণ একটা ম্যাচ৷’

পাশাপাশি লড়াই করে ৩১ রানে ম্যাচ জিতে নেওয়ার ব্যাপারে ইংল্যান্ড ক্যাপ্টেন বলেন, ‘সকালেই আমরা আলোচনা করছিলাম৷ জেতার ইচ্ছা এবং নিজেদের উপর বিশ্বাস ধরে রেখে শান্তভাবে খেললে আমরা ম্যাচটা জিততে পারি৷ এই আত্মবিশ্বাসই আমরা শেষ তিনদিন দেখিয়ে এসেছি৷ দলের খেলোয়াড়দের বলেছিলাম ঠান্ডা মাথায় আগে সাফল্য পাওয়া জায়গাগুলোতে বল ফেলতে পারলেই সাফল্য আসবে আর তাই হয়েছে৷’