এখন ভালো আছেন সৌরভ, স্বস্তির খবর জানালেন স্ত্রী ডোনা

সুস্থ হয়ে উঠছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগে থেকে অনেকটাই ভালো আছেন তিনি। সোমবার সকালে অবশেষে চিকিৎসকদের থেকে কিছুটা স্বস্তির খবর পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা। তারই ভিত্তিতে জানালেন, এখন ভালো আছেন ‘দাদা’।

সোমবার সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রবিবার রাতেও ভালো ঘুম হয়েছে তাঁর। রিপোর্ট সন্তোষজনক বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আগামীকাল, মঙ্গলবার তাঁর টিম নিয়ে চাটার্ড বিমানে আসছেন। বাইপাস সার্জারি করার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়ে তিনি মতামত দেবেন। যদিও মেডিক্যাল বোর্ডের তরফ থেকে জানা যাচ্ছে, এখনই বাইপাসের প্রয়োজন নেই।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভের ইকোকার্ডিওগ্রাফি করা হবে সোমবার। তাঁর শরীর কেমন, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে – এই সব কিছু ঠিকঠাক করতেই ইকো কার্ডিওগ্রাম করা হবে। সৌরভকে এই মুহূর্তে কোলেস্টেরল-রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গেই রক্ত তরল রাখার ওষুধও দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভের ইকোকার্ডিওগ্রাফি করা হবে সোমবার। তাঁর শরীর কেমন, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে – এই সব কিছু ঠিকঠাক করতেই ইকো কার্ডিওগ্রাম করা হবে। সৌরভকে এই মুহূর্তে কোলেস্টেরল-রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গেই রক্ত তরল রাখার ওষুধও দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, সোমবারই সৌরভকে দেখতে আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। পরবর্তীতে বোর্ডের সচিব তথা অমিত শাহের পুত্র জয় শাহও সৌরভকে দেখতে আসতে পারেন বলে আরও খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও ফোন করে সৌরভের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন তাঁরা।

শনিবার ,জিম করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়া বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য দেশজুড়ে প্রার্থনা করছেন ভক্তরা। দক্ষিণ কলকাতার যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সৌরভ, রবিবার সেখানেই বহু মানুষ ভিড় করেন প্রিয় দাদার জন্য প্রার্থনা করতে। অনেকে পোস্টারে ‘দ্রুত সেরে ওঠো দাদা’ লিখে নিয়ে জড়ো হয়েছিলেন সেখানে। জনপ্রিয় বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর সমুদ্রসৈকতে বালি দিয়ে সৌরভের মূর্তি গড়ে লেখেন, ‘গেট ওয়েল সুন’, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে গোটা দেশেই।

 

সুত্রঃ কালের কণ্ঠ