এখন নয়, জবাব দেবো সিনেমার পর্দায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জেল থেকে মুক্তির ২৪ দিনের মাথায় শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন চিত্রনায়িকা পরীমনি। তবে এটা নিজের সংবাদ সম্মেলন নয়। অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতাকে সিনেমা তৈরির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন।

বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পরীমনি ছাড়াও এর নির্মাতা, নাট্যকার, অভিনেত্রী শম্পা রেজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় পরীমনি বলেন, ‘দুই বছর ধরে ছবিটি নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। এটি একটি ঐতিহাসিক চরিত্র। এই চরিত্র ধারণ করা দুই দিনের ব্যাপার নয়। দীর্ঘ দুই বছর ধরে টিমের সঙ্গে কাজ করে চরিত্রটি ধারণ করছি।’

কিন্তু চরিত্রটিকে আরও পোক্ত করে তুলতে জেলজীবন থেকে কি বাড়তি কোনো অভিজ্ঞতা নিয়ে ফিরলেন? এমন প্রশ্নের জবাবে পরী বললেন, ‘আগেই বলেছি প্রীতিলতাকে ধারণ করছি দুই মাস ধরে নয়, দুই বছর ধরে। কতটা ধারণ করতে পেরেছি, সেটার জবাব দেব সিনেমার পর্দায়। এখানে নয়।’

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। ইতোমধ্যে ছবিটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে। ৪ আগস্ট মাদকসহ পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। বনানীর লেকভিউ ১৯/এ নম্বর রোডের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

সূত্র: যুগান্তর