শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এক বাগাড়ের দাম ২৫ হাজার টাকা

Paris
অক্টোবর ২, ২০২১ ১:০৩ অপরাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ শনিবার( ২ অক্টোবর) সকালে নদীর অন্তার মোড় এলাকায় জাল ফেলে স্থানীয় জেলে মো. সাইয়ুম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

বাগার মাছটির ওজন ২১ কেজি। খবর পেয়ে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান অন্তার মোড় গিয়ে বাগার মাছটি ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় কিনে নেন।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, জেলে সাইয়ুম মাছটি ধরেই আমাকে মোবাইলে জানান। পরে আমি তাদের নৌকায় গিয়ে বাগারটি এক হাজার ২০০ টাকা কেজি দরে কিনে আনি।

পরে মোবাইল ফোনে যোগাযোগ করে বাগারটি বিক্রির চেষ্টা চলছে। মাছটি বিক্রির জন্য ফেরির পন্টুনে বেঁধে রাখা হয়েছে।

সম্রাট শাহজাহান আরও বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় এখন নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার এ ধরনের বড় বড় মাছের চাহিদা অনেক। এ ক্ষেত্রে দাম কোনো বিষয় না।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়