এক পাঙ্গাশের দাম ২২৮০০ টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ১৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি বাজারে ২২৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

রোববার রাত ১টার দিকে দৌলতদিয়া পদ্মার ৬ নম্বর ফেরীঘাট এলাকায় জেলে গুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি পাশেই দৌলতদিয়া মাছ বাজারের ব্যবসায়ী নাটাই মোল্লার কাছ থেকে ১২০০ টাকা কেজি দরে ২২৮০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে গুরু হালদার জানান, রাতে তিনি কয়েকজন সঙ্গী নিয়ে নদীতে মাছ ধরতে যান। ৩ ঘণ্টা পর পদ্মার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছে জাল ফেলতেই জোরে একটু ঝাঁকুনি দেয়; তখনই বুঝতে পারি জালে বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে।

ঘণ্টাখানেক সময় নিয়ে জাল টেনে নৌকায় উঠালে দেখি বড় একটা পাঙ্গাশ মাছ। এত বড় মাছ পাওয়ায় তিনি বেজায় খুশি বলে জানান।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সোমবার সকালে মাছটি ১২০০ টাকা কেজি দরে কিনেছি। মোবাইল ফোনের মাধ্যমে এক শিল্পপতির কাছে ১৩০০ টাকা কেজিতে বিক্রি করার দরদাম হচ্ছে বলে জানান।

পরে মাছটি ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁধে রাখার জন্য নিয়ে গেলে উৎসুক জনতা তা দেখতে ভিড় করেন।

 

সুত্রঃ যুগান্তর