এক দিনে শনাক্ত ৩৫ লাখ ৬৯ হাজার, মৃত্যু ৮৮৯১

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৬৯ হাজার ৬১০ জনের শরীরে। এ সময়ে মারা গেছেন আট হাজার ৮৯১ জন। এতে করে বিশ্বে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ১৯৩ জনে। আর মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ দুই হাজার ৯০২ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ছয় লাখ ৯২ হাজার ৩২০ জন। একই সময়ে মারা গেছে দুই হাজার ৭০০ জন। ফ্রান্সে গত এক দিনে সংক্রমিত হয়েছে চার লাখ ২৫ হাজার ১৮৩ জন এবং মারা গেছে ২৪৫ জন।

প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছে তিন লাখ ৪৪ হাজার ৮৫৯ জন এবং মারা গেছে ৭০৩ জন। এছাড়া ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩২৪ জন, নতুন করে সংক্রমিত হয়েছে এক লাখ ৬৮ হাজার ৬০ জন। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে এক লাখ সাত হাজার ৩৬৪ জন। মারা গেছে ৩৩০ জন।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিশ্বের প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ভাইরাসটি একে একে প্রায় বিশ্বের সব দেশে ছড়িয়ে পড়েছে। দুই বছরের বেশি সময় ধরে প্রতিদিনই মৃত্যুর মিছিল দেখছে বিশ্ব।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন